(২৭) প্রভু কর্তৃক উভয়কে ‘রূপ-সনাতন’-নাম-প্রদান—
প্রভু চিনি’ দুইভাইর বন্ধ-বিমোচন।
শেষে নাম থুইলেন 'রূপ'-‘সনাতন’ ॥১৭২॥
‘দবিরখাস’,—যাবনিক ভাষায় শ্রীরূপ-গোস্বামীর নামান্তর। ইনি কর্ণাট ব্রাহ্মণকুলে উদ্ভূত হন। ইঁহার পিতার নাম কুমার দেব, অগ্রজের নাম—সাকরমল্লিক বা শ্রীসনাতন গোস্বামী এবং অনুজের নাম- শ্রীবল্লভ বা অনুপম। প্রভু প্রদত্ত ‘শ্রীরূপ’ নামেই ইনি ভক্ত-সমাজে প্রসিদ্ধ।