Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 169

Language: বাংলা
Language: English Translation
  • (২২) সমগ্র দাক্ষিণাত্য-ভ্রমণ ও উদ্ধার-সাধন, (২৩) নীলাচলে প্রত্যাবর্তনপূর্বক ঝারিখণ্ড-পথে বৃন্দাবনে পুনর্যাত্রা

    শেষখণ্ডে, সেতুবন্ধে গেলা গৌর রায়
    ঝারিখণ্ড দিয়া পুনঃ গেলা মথুরায়

    নিত্যানন্দ-স্বরূপকে গৌড়দেশে প্রেরণ করিয়া স্বয়ং নীলাচলে কতিপয় ভক্তসহ নামপ্রচারকার্যে নিযুক্ত হইলেন।

    একদণ্ডি-শঙ্করসম্প্রদায়ে ‘তীর্থ’ ও ‘আশ্রম’ নামক সন্ন্যাসিদ্বয়ের অনুগত ব্রহ্মচারী-নামই ‘স্বরূপ; কেহ কেহ বলেন, লক্ষ্মীপতি তীর্থই শ্রীনিত্যানন্দের ‘স্বরূপ-নাম প্রদান করেন।

    সেতুবন্ধু রামেশ্বর,—এস, আই, আর, লাইনে প্রথমে ‘রামনাদ’-ষ্টেশন, তৎপর ‘মণ্ডপম্‌’-ষ্টেশন, তথা হইতে বৃহৎ সেতু যোগে ‘পম্বম্‌-চ্যানেল’ অতিক্রম করিয়া ‘পম্বম্‌’-ষ্টেশন । উহার পরবর্তী দুই-একটি ষ্টেশনের পরেই রামেশ্বরম্-ষ্টেশন; উহা-- ভারতোপদ্বীপখণ্ডের সর্বদক্ষিণ-প্রান্তে, সিলোন বা সিংহল-দ্বীপের ঠিক অপর-পারে, এস, আই, আর লাইনে সর্বশেষ ষ্টেশন ‘ধনুষ্কোটি’ যাইবার পথে দুই-চারিটী ষ্টশন পূর্বে এবং ‘পম্বম’ বা ‘রামেশ্বরম’-দ্বীপের মধ্যে অবস্থিত। ষ্টেশন হইতে প্রায় এক মাইল দূরে ‘রামতীর্থ’, ‘লক্ষ্মতীর্থ’ প্রভৃতি ২৪টী তীর্থ (সরোবর) আছে এবং আরও এক মাইল দূরে ‘শ্রীরামেশ্বর’-শিবলিঙ্গের (‘রামই ঈশ্বর যাঁহার, এবম্বিধ ভক্তশ্রেষ্ঠ শ্রীশিবের) প্রস্তর-নির্মিত বৃহৎ মন্দির বিদ্যমান; উহার চতুর্দিকে চারিটি গোপুরম্‌ (সিংহ দ্বার); তৎপর শ্রেণীবদ্ধ বহু প্রস্তর-স্তম্ভের উপর নাটশালা, তৎপর মন্দির,এই সমস্তই গ্রেণাইট-প্রস্তরে নির্মিত। ইহার পরেই পকৃপ্রণালীর উপর ‘এডাম্‌স্ ব্রিজ’ বা পৌরাণিক ‘সেতুবন্ধ’।

    ঝারিখণ্ড,—বর্তমান উড়িষ্যার গড়জাত রাজ্য, বঙ্গের সর্বপশ্চিম প্রান্ত, বিহারের দক্ষিণ পশ্চিম দিক্‌স্থ জেলাসমূহ, মধ্যভারতের ও মধ্যপ্রদেশের পূর্বসীমান্তস্থিত জেলাগুলি লইয়া সুবৃহৎ বন্যপ্রদেশ; ‘আকবরনামা’য় ঐ নামে বীরভূম ও পঞ্চকোটপ্রদেশ হইতে মধ্যপ্রদেশের রতনপুর, এবং দক্ষিণ-বিহারের অন্তর্গত রোটাসগড় হইতে উড়িষ্যার সীমান্ত পর্যন্ত ভূভাগকে অভিহিত করা হইয়াছে (ইম্পিরিয়াল গেজেটিয়ার অব্ ইণ্ডিয়া, বেঙ্গল, ২য় খণ্ড)। বর্তমান আটগড়, ঢেঙ্কানল, আঙ্গুল, সম্বলপুর, লাহারা, কিয়োঞ্ঝর, বাম্‌ড়া, বোনাই, গাঙ্গপুর, ময়ূরভঞ্জ, সিংভূম রাঁচি, মানভূম, বাঁকুড়া, (বিষ্ণুপুর) সাঁওতালপরগণা, হাজারিবাগ, পালামৌ, যশপুর রায়গড়, উদয়পুরগড় ও সরগুজা প্রভৃতি গিরিসঙ্কট-বহুল পর্বত-জঙ্গলময় প্রদেশ।

Page execution time: 0.0337200164795 sec