(১৭) গৌড়দেশ হইয়া নীলাচলে পুনরাগমন, (১৮) ভক্তগণ-সহ সর্বক্ষণ কৃষ্ণকীর্তন —
শেষখণ্ডে, পুনঃ আইলেন নীলাচলে।
নিরবধি ভক্তসঙ্গে কৃষ্ণ-কোলাহলে ॥
কৃষ্ণ-কোলাহল,—প্রাকৃত-ভোগপর-নির্জ্জনতার বিরোধী; শুদ্ধভক্ত কৃষ্ণেতর বিষয়ের কোলাহল পরিহার করিয়া শুদ্ধ ভক্ত সঙ্গে কৃষ্ণ-কীর্তন-কোলাহলেই প্রমত্ত হন।