(১৬) গৌড় পর্যন্ত গিয়া ‘কানাইর নাটশালা’হইতে প্রত্যাবর্তন —
শেষখণ্ডে, মধুপুরী দেখিতে চলিলা।
কথো দূর গিয়া প্রভু নিবৃত্ত হইলা ॥
মথুরা-দর্শনে অভিলাষী হইয়া প্রভু রাজমহলের নিকট ‘কানাইর নাটশালা পর্যন্ত আসিয়া তথা হইতে প্রত্যাবৃত্ত হইয়া পুনরায় নীলাচলে গমন করেন।