(১১) প্রভু-সঙ্গে শ্রীদামোদর-স্বরূপ ও শ্রীপরমানন্দপুরী—
দামোদর স্বরূপ, পরমানন্দ-পুরী।
শেষখণ্ডে, এই দুই সঙ্গে অধিকারী ॥
শ্রীদামোদরস্বরূপ, শ্রীনবদ্বীপবাসী শ্ৰীপুরুষোত্তম ভট্টাচার্যের ‘ব্রহ্মচারী’ নাম। প্রভুর সন্ন্যাসের কিছু পূর্বেই তিনি বারাণসীতে গিয়া চৈতন্যানন্দের নিকট স্বীয় অভিপ্রায় জ্ঞাপন করিলে যোগপট্টগ্রহণের পূর্বে ‘দামোদরস্বরূপ’-নামে খ্যাত হন। যোগপট্টের অপেক্ষা না করিয়া শ্রীগৌরসুন্দরের চরণতলে শ্রীক্ষেত্রে আসিয়া উপস্থিত হন। তদবধি তিনি প্রভুর শেষ অষ্টাদশবৎসর নীলাচলবাসের পরম-অন্তরঙ্গ সহযোগী ও গৌড়ীয় বৈষ্ণবসম্প্রদায়ের একমাত্র মালিক।
পরমানন্দপুরী—শ্ৰীমাধবেন্দ্রপুরীর জনৈক প্রধান শিষ্য। তিনি শ্রীমন্মহাপ্রভুর পরম গৌরবের ও কৃপার পাত্র ছিলেন। পুরী ও স্বরূপ-গোস্বামী, —ইঁহারা উভয়েই প্রভুর সেবাধিকার লাভ করিয়াছিলেন; তজ্জন্য উভয়েই ‘অধিকারী’ ।