(৬) নীলাচলে আত্মগোপন—
শেষখণ্ডে, গৌরচন্দ্র গিয়া নীলাচলে।আপনারে লুকাই’ রহিলা কুতূহলে ॥
নীলাচল, শ্রীক্ষেত্র বা পুরুষোত্তম; নীলাচলের সন্নিহিত স্থানেই ‘সুন্দরাচল’ অবস্থিত । ‘অচল’-শব্দে ‘গিরি’।