(৩৪) জীবোদ্ধার-নিমিত্ত প্রভুর সন্ন্যাস-গ্রহণ—
মধ্যখণ্ডে, সর্বজীব-উদ্ধার কারণে।
সন্ন্যাস করিতে প্রভু করিলা গমনে ॥
জীবের জীবনের চারিটী অবস্থা; তন্মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠাবস্থাই ‘সন্ন্যাস’ । সকল অবস্থার জীবগণই সন্ন্যাসীর উপদেশ গ্রহণ করিয়া থাকেন এবং তদ্দ্বারা নিজ নিজ সংসারবন্ধন হইতে বিমুক্ত হন। শ্রীগৌরসুন্দর সেই তুর্যাশ্রম স্বীকার করায় সকল জীবের স্ব-স্ব বিষয় হইতে মুক্তিলাভ ঘটিয়াছিল; যথা, শ্রীচৈতন্যচন্দ্রামৃতে ১৩৩ শ্লোকে—“স্ত্রীপুত্ৰাদিকথাৎ জহু র্বিষয়িণঃ শাস্ত্রপ্রবাদং বুধা যোগীন্দ্রা বিজহুর্মরুন্নিয়মজক্লেশং তপস্তাপসাঃ। জ্ঞানাভ্যাসবিধিং জহুশ্চ যতয়শ্চৈতন্যচন্দ্রে পরামাবিষ্কর্বতি ভক্তিযোগপদবীং নৈবান্য আসীদ্রসঃ"।