(৩৩) শ্রীবাসভ্রাতৃকন্যা নারায়ণীর দেবদুর্ল্লভ প্রভুচ্ছিষ্ট লাভ —
মধ্যখণ্ডে, চৈতন্যের অবশেষ-পাত্র।
ব্রহ্মার দুর্লভ নারায়ণী পাইলা মাত্র ॥
মহাপ্রভু মূল পরতত্ত্ব-বস্তু; তাঁহার উচ্ছিষ্ট জগতের মূলপুরুষ বিধাতারও দুষ্প্রাপ্য বস্তু। ভক্ত শ্রীবাসের ভ্রাতুস্পুত্রী নারায়ণী দেবী সেই উচ্ছিষ্টের অধিকারিণী হইবার সৌভাগ্য লাভ করেন। এই নারায়ণী দেবীর পুত্র ঠাকুর বৃন্দাবনই এই গ্রন্থের লেখক।