(৩১) শ্রীবাসের পুত্ৰমুখে জীবের জন্মমৃত্যু রহস্য-বর্ণন—
মধ্যখণ্ডে, শ্রীবাসের মৃতপুত্র-মুখে।জীবতত্ত্ব কহাইয়া ঘুচাইলা দুঃখে ॥
শ্রীবাসের পরলোকগত পুত্রের মুখে জীবের গতি প্রভৃতি বর্ণন করাইয়া তৎপরিজনবর্গের বিরহদুঃখ নিবারণ করিয়াছিলেন।