(২২) নিত্যসিদ্ধা শচীমাতাকে উপলক্ষ্য করিয়া সর্বজীবকেবৈষ্ণবাপরাধ হইতে সতর্ককরণ—
মধ্যখণ্ডে, জননীর লক্ষ্যে ভগবান্।
বৈষ্ণবাপরাধ করাইলা সাবধান ॥
সর্বজ্ঞ গৌরহরি স্বীয় জননীকে শ্রীঅদ্বৈতের নিকট অপরাধ ক্ষমা ভিক্ষা করিবার উপদেশ দিয়াছিলেন, তদ্দ্বারা জগতে বৈষ্ণবাপরাধের গুরুত্ব এবং তাদৃশ অপরাধ হইতে সকল সাধকেরই মুক্ত হইবার প্রয়োজনীয়তা দেখাইলেন।