(২০) শ্রীবাসাঙ্গনে বৎসর-ব্যাপি নিশা-সংকীর্তন —
মধ্যখণ্ডে, মহাপ্রভুর নিশায় কীর্তন।
বৎসরেক নবদ্বীপে কৈলা অনুক্ষণ ॥
দিবসে লোকসকল ইন্দ্রিয়তর্পণের উদ্দেশে নানা কর্মে ব্যাপৃত থাকে, নিশাকালে বিশ্রামসুখ লাভ করিয়া ইন্দ্রিয়তর্পণ করে। শ্রীগৌরসুন্দর বহিঃপ্রজ্ঞা-চালিত জীবগণের ন্যায় ইন্দ্রিয়সেবা হইতে শ্রীমায়াপুর-নবদ্বীপবাসিগণকে বিরত করিয়া একবৎসরকাল রজনীযোগে অনুক্ষণ হরিকীর্তনদ্বারা মঙ্গল-বিধান করিয়াছিলেন।