(১৯) নির্বিশেষ-জ্ঞানিসঙ্গী মুকুন্দকে দণ্ডপ্রদান ও অনুগ্রহ —
মধ্যখণ্ডে, মুকুন্দের দণ্ড সঙ্গ-দোষে।
শেষে অনুগ্রহ কৈলা পরম সন্তোষে ॥
ত্রিতাপদগ্ধ জীবের ভোগবাসনা ও ত্যাগবাসনা সঙ্গদোষেই আসিয়া উপস্থিত হয়। মুকুন্দ তৎকালিক মায়াবাদীর বিচার অবলম্বন করিয়া মুমুক্ষুর অভিনয় করেন। দণ্ডবিধানপূর্বক তাঁহার মায়াবাদীর সঙ্গ মোচন করিয়া পরিশেষে প্রভু তাঁহাকে কৃপা বিতরণ করিলেন।