ভক্তি পাইল কাজি প্রভু-গৌরাঙ্গের বরে।স্বচ্ছন্দে কীর্তন করে নগরে নগরে ॥
ভগবানের অনুগ্রহে কাজিমহাশয় ভজনীয় বস্তুর প্রতি সেবা-বুদ্ধিবিশিষ্ট হইলেন। মহাপ্রভু কাজির শাসিত নগরে সর্বত্র অপ্রতিহত কীর্তনের বিধি সংস্থাপিত করিয়া সকলের মঙ্গল বিধান করিলেন।