(১৩) হরিকীর্তনবিরোধী-কাজির উদ্ধার ও সকলের স্বচ্ছন্দে নগর-সংকীর্তন—
মধ্যখণ্ডে, কাজির ভাঙ্গিলা অহঙ্কার।
নিজ শক্তি প্রকাশিয়া কীর্তন অপার ॥
প্রভুর প্রকটকালে নবদ্বীপ-নগরে শান্তি স্থাপনের জন্য একজন ফৌজদার নিযুক্ত ছিলেন। সেই পদের নাম—‘কাজি’ ছিল। মৌলানা সিরাজুদ্দিন যাঁহার নামান্তর চাঁদকাজি—তৎকালে শান্তিস্থাপক বিচারকের পদে অধিষ্ঠিত ছিলেন; এই শাসনকার্যে নিযুক্ত থাকায় তাঁহার নিত্য পরিচয়ের বিস্মতিক্রমে শাসিতবর্গের শাসনকর্তৃত্বাভিমান ছিল। শ্রীগৌরসুন্দর অধোক্ষজ-সেবার কথা কীৰ্ত্তন করিয়া বিষ্ণুবিমুখের ত্রিগুণান্তর্গত বিচার হইতে কাজিকে পরিত্রাণ করেন। মায়াশক্তির বিক্ষেপাত্মিকা ও আবরণী বৃত্তিদ্বয়ে অবস্থিত জনগণের জগভোগ বা ত্যাগের রুচি পরিবর্তন করাইয়া স্বীয় স্বরূপ-শক্তির প্রাকট্য বিধান করেন।