(৯) জগাই ও মাধাইর উদ্ধার —
মধ্যখণ্ডে, দুই অতি-পাতকী-মোচন॥
‘জগাই’-‘মাধাই'-নাম বিখ্যাত ভুবন ॥১২৫॥
জগাই ও মাধাই,—জগদানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাধবানন্দ বন্দ্যোপাধ্যায়-নামক ভ্রাতৃদ্বয় শ্রীনবদ্বীপের মায়াপুর-পল্লীর নিকট গঙ্গার ধারে বাস করিতেন। দুঃস্বভাবক্রমে তাঁহারা শ্রীমহাপ্রভুর আজ্ঞা-প্রচারকারী প্রভু নিত্যানন্দ ও ঠাকুর-হরিদাসের নামপ্রচারে বাধা দিয়াছিলেন। পরে শ্রীনিত্যানন্দ তাঁহাদের অপরাধ ক্ষমা করিলে শ্রীগৌরাঙ্গসুন্দরের কৃপায় তাঁহারা উদ্ধার লাভ করিয়া হরিপরায়ণ হইলেন।