(৮) বলরামাবেশে মহাপ্রভুর প্রকাশ ও নিত্যানন্দরাম-সহ তাঁহার অভেদ-প্রদর্শন
মধ্যখণ্ডে, হলধর হৈলা গৌরচন্দ্র।
হস্তে হল-মুষল দিলা নিত্যানন্দ ॥১২৪॥
গৌরহরি স্বয়ংরূপ-বস্তু হইলেও তাহারই অন্তর্ভুক্ত প্রকাশতত্ত্ব শ্রীবলদেব। সুতরাং বলদেবের লীলা প্রদর্শন করিতে গিয়া স্বয়ংরূপ-তত্ত্বের বৈভব-প্রকাশ-বিলাসাদি ও অস্ত্রাদি-ধারণ-ভেদ অসঙ্গত নহে। শ্রীনিত্যানন্দ প্রভুও হল মূষলাদি স্বীয় অস্ত্রসমূহ তাকালিক লীলা-প্রদর্শনের জন্য মহাপ্রভুকে সমর্পণ করিয়াছিলেন ॥১২৪ ॥