(৬) নিত্যানন্দের ব্যাসপূজা, (৭) পাষণ্ডীর প্রভু-নিন্দা —
নিত্যানন্দব্যাসপূজা কহি মধ্যখণ্ডে।
যে প্রভুরে নিন্দা করে পাপিষ্ঠ পাষণ্ডে ॥১২৩॥
শ্রীবিষ্ণুবিমুখজনগণ ‘পাপিষ্ঠ’-সংজ্ঞায় কথিত, আর অন্যদেবতার সহিত শ্রীবিষ্ণুতে সমবুদ্ধিবিশিষ্ট জনগণই ‘পাষণ্ডী’। পাপিষ্ঠ ও পাষণ্ডিগণ শ্রীনিত্যানন্দপ্রভুর তত্ত্ব অবগত না হইয়াই তাঁহার নিন্দা করে। শ্রীনিত্যানন্দ-প্রভু স্বয়ং বিষ্ণু তত্ত্বের আকর হইয়াও স্বীয় ভৃত্য ব্যাসদেবকে গুরুপদে বরণ করিয়া ব্যাসপূজার বিধান প্রদর্শন করেন। “যস্য দেবে পরা ভক্তিঃ’’ মন্ত্রের তাৎপর্য, “তদ্বিজ্ঞানার্থংস গুরুমেবাভিগচ্ছেৎ’’ মন্ত্রের গতি ও “সম্প্রদায়বিহীনা যে মন্ত্রাস্তে বিফলা মতাঃ’’ প্রভৃতি শ্লোকের সাফল্যবিধান-নিমিত্তই শ্রীনিত্যানন্দ প্রভুর ব্যাসপূজার আয়োজন॥১২৩॥