(৪) নিত্যানন্দের ষড্ভুজ, (৫) অদ্বৈতের বিশ্বরূপ-দর্শন —
মধ্যখণ্ডে, ‘ষড়্ভুজ, দেখিলা নিত্যানন্দ।
মধ্যখণ্ডে, অদ্বৈত দেখিলা ‘বিশ্বরঙ্গ” ॥১২২॥
ষড়্ভুজ, শ্রীরামচন্দ্রের হস্তদ্বয়, শ্রীকৃষ্ণের হস্তদ্বয় ও শ্রীগৌরহরির হস্তদ্বয়,—এই ছয়টী হস্তবিশিষ্ট শ্রীগৌরমূর্তিই ষড়্ভুজ নামে প্রসিদ্ধ। কাহারও মতে,—নৃসিংহের হস্তদ্বয়, রামের হস্তদ্বয় ও কৃষ্ণের হস্তদ্বয় মিলিত হইয়া ষড়্ভুজ। শ্রীগৌরাঙ্গসুন্দরের হস্তে দন্ডকমণ্ডলু, শ্রীকৃষ্ণের হস্তে বংশী, শ্রীরামের হস্তে ধনুর্বাণ (বা রামের শিঙ্গা) শ্রীক্ষেত্রের মন্দিরগাত্রে অঙ্কিত আছে। বিশ্বরঙ্গ,---গীতার একাদশ অধ্যায় কথিত ‘বিশ্বরূপ’ ॥১২২॥