(৩) নিত্যানন্দ-মিলন, উভয়ের একত্র কৃষ্ণ-সংকীর্তন —
মধ্যখণ্ডে, নিত্যানন্দ-সঙ্গে দরশন।
একঠাঞি দুই ভাই করিলা কীর্তন ॥১২১॥
দুই ভাই—গৌর-নিত্যানন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণ বলরাম। এই দুই প্রভু এক পিতার ঔরস-প্রকটিত সহোদর ছিলেন না,-হারু ওঝার উপাধ্যায়ের পুত্রই নিত্যানন্দ, আর শ্রীজগন্নাথের তনয়ই গৌরসুন্দর। এখানে পরস্পর ভ্রাতৃসম্বন্ধ--পারমার্থিক, শৌক্র নহে। গয়া হইতে প্রত্যাগত হইয়া প্রভুর নিত্যানন্দসহ শ্রীমায়াপুরেই সাক্ষাৎ হয়। হারু-ওঝার পুত্ররূপে নিত্যানন্দ প্রভু কি-নামে প্রসিদ্ধ ছিলেন, তাহার উল্লেখ নাই। শ্রীনিত্যানন্দের ‘স্বরূপ’-নামটী—‘তীর্থ’-উপাধিবিশিষ্ট জনৈক সন্ন্যাসীর অনুগত ব্রহ্মচারীর উপাধি-মাত্র ॥১২১॥