(২) অদ্বৈত ও শ্রীবাস-গৃহে বিষ্ণুসিংহাসনে প্রকাশ—
মধ্যখণ্ডে, অদ্বৈতাদি শ্রীবাসের ঘরে।
ব্যক্ত হৈলা বসি' বিষ্ণু-খট্টার উপরে ॥১২০॥
বিষ্ণু-খট্টা, বিষ্ণু যে খট্ট বা সিংহাসনে সংরক্ষিত ও সম্পূজিত হন। ‘খট্ট’-শব্দে কাষ্ঠাদিনির্মিত চতুষ্পদী সিংহাসন; চলিত ভাষায় ‘খাট’ । ব্যক্ত হৈলা, —শ্রীগৌরসুন্দর স্বীয় নারায়ণ লীলার অন্তর্গত নৈমিত্তিক অবতারাবলীর ঐশ্বর্য-লীলা প্রচার করিলেন ॥ ১২০॥