(২০) ভক্তগণ-সমীপে প্রভুর লীলা—
আদিখণ্ডে, সকল-ভক্তেরে মোহ দিয়া।
সেইখানে বুলে প্রভু সবারে ভাণ্ডিয়া ॥১১৫॥
প্রভূর বাল্যলীলায় নবদ্বীপবাসী ভক্তগণ তাঁহাকে ‘স্বয়ংকৃষ্ণ’ বলিয়া জানিতে পারেন নাই। তিনি সকল ভক্তের বিচারে মোহ উৎপাদন করিয়া স্বয়ং ভক্তিপথে ঔদাসীন্য দেখাইয়াছিলেন। ‘সেইখানে’ অর্থাৎ শ্রীনবদ্বীপে; ‘বুলে’ অর্থাৎ তাদৃশ পরিচয়ে পরিচিত হইয়া ভ্রমণ বা বিহার করেন॥১১৫॥