(১৫) শ্রীলক্ষ্মীপ্রিয়ার অন্তর্ধান ও শ্রীবিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ—
আদিখন্ডে, পূর্ব-পরিগ্রহের বিজয়।
শেষে, রাজ-পণ্ডিতের কন্যা পরিণয় ॥১১০॥
পূর্ব-পরিগ্রহ অর্থাৎ প্রভুর প্রথম পরিণীতা লক্ষ্মীপ্রিয়াদেবী; তাঁহার বিজয় অর্থাৎ দেহ-সংরক্ষণ ও স্বধামযাত্রা; প্রভুর দ্বিতীয়বার রাজ-পণ্ডিত সনাতন-মিশ্রের কন্যা শ্রীবিষ্ণুপ্রিয়া-দেবীর পাণিগ্রহণ॥১১০॥