(১৪) পূর্ববঙ্গে শুভবিজয় —
আদিখণ্ডে, বঙ্গদেশে প্রভুর গমন।
প্রাচ্যভূমি তীৰ্থ হৈল পাই’ শ্রীচরণ ॥১০৯॥
পূর্ববঙ্গের কতিপয় স্থান অদ্যাপি ‘পাণ্ডববর্জিত’ শোচ্যস্থান বলিয়া কথিত; যেহেতু, তথায় পুণ্যসলিলা ভাগীরথী প্রবাহমান নাই। শ্রীগৌরসুন্দর পূর্ববঙ্গ-ভ্রমণোপলক্ষে সেইসকল শোচ্যভূমিকে স্বীয় পূত-পদাঙ্কনে পবিত্রীভূত করিয়া তীর্থরূপে পরিণত করিলেন ॥১০৯॥