(১১) বিদ্যা-বিলাস—
আদিখণ্ডে, বিদ্যা-বিলাসের মহারম্ভ।
পাষণ্ডী দেখয়ে যেন মূর্তিমন্ত দম্ভ ॥১০৬॥
পাণ্ডিত্য প্রদর্শনপূর্বক মুর্খলোককে নির্যাতন করায় প্রভুকে ‘মূর্তিমান্ দম্ভ’ বলিয়া পাষণ্ডি গণ অবলোকন করিত। প্রভুর গুণগ্রাহি-জনগণ তাঁহার বিদ্যা-বিলাস-দর্শনে পরমানন্দ লাভ করিলেন, আর মৎসর প্রতীক-সম্প্রদায় তাঁহাতে দোষারাপণ পূর্বক তাঁহাকে ‘দাম্ভিক’-নামে অভিহিত করিয়া ভয়ে কম্পিত হইত ॥১০৬॥