(৮) সঙ্গী শিশুগণ-সহ চাল্য-প্রদর্শন —
আদিখণ্ডে, গৌরাঙ্গের চাঞ্চল্য অপার।
শিশুগণসঙ্গে যেন গোকুল-বিহার ॥১০৩॥
কৃষ্ণলীলায় গোপবালকগণের সহিত কৃষ্ণঃ যেরূপ নানাবিধ ক্রীড়া-চাঞ্চল্য দেখাইয়াছিলেন, নবদ্বীপ-লীলাতেও প্রভু বিপ্রবালকগণের সহিত তদ্রূপ শিশূচিত নানাবিধ দুবৃর্ততা ও চঞ্চলতা দেখাইলেন ॥১০৩॥