(৬) ক্রন্দন-ছলে সকলকে হরিকীর্তনে নিয়োগ
আদিখণ্ডে, শিশু-ছলে করিয়া ক্রন্দন।
বোলাইলা সর্বমুখে শ্রীহরিকীর্তন ॥১০১॥
অভাব ও যন্ত্রণা-বশে ক্রন্দন করাই বালকের স্বভাব। ঐরূপ ক্রন্দন স্তব্ধ করিবার জন্য বালককে নানাভাবে ভুলাইবার প্রথা সচরাচর দেখা যায়। তদনুসরণে মাতৃস্থানীয়া স্ত্রীগণও শ্রীগৌরহরিকে ভুলাইবার জন্য হরিনামকীর্তন শ্রবণ করাইতেন। গৌরহরি তাহাদের মুখ হইতে নিজ প্ৰচার্য যুগধর্ম হরিনাম আদায় করিয়া স্বীয় ক্রন্দন পরিত্যাগ করিতেন ॥১০১॥