(৫) একাদশী তিথিতে হিরণ্য-জগদীশ-গৃহে বিষ্ণুনৈবেদ্য-ভোজন—
আদিখণ্ডে, জগদীশ-হিরণ্যের ঘরে॥
নৈবেদ্য খাইলা প্রভু শ্রীহরি-বাসরে ॥১০০॥
ভগবজ্জন্মদিন, একাদশী এবং কতিপয় দ্বাদশীকে ‘শ্রীহরি বাসর’ বলে। ঐ হরিবাসর-দিবসে শ্রীহরির সেবকগণ সকল কর্ম হইতে বিরত হইয়া উপবাসাদি-মুখে হরিসেবা ব্রত অনুষ্ঠান করেন। কিন্তু সাক্ষাদ্ভগবান্ বলিয়া প্রভু এবার সেবকগণেরই পালনীয় শ্রীহরিবাসরে উপবাসাদি লীলা প্রদর্শন না করিয়া স্বীয় উদ্দেশ্যে প্রদত্ত নৈবেদ্যাদি গ্রহণ করিলেন॥১০০॥