গায়েন সব ভাল, মুঞি দেখিবারে চাঙ।
সকল আনিয়া দিব—যথা যেই পাঙ॥
জগাই-মাধাই দস্যুদ্বয় নদীয়ানগরের নানাস্থানে স্ব-স্ব বৃত্তি চরিতার্থ করিয়া মহাপ্রভুর বাড়ীর ঘাটের নিকট আড্ডা করিল। প্রভুর কীর্তনের ধ্বনির সঙ্গে সঙ্গে তাহাদের মদ্যপানের অনুষ্ঠান জাঁকাইয়া লইল। মহাপ্রভুর সহিত সাক্ষাৎ হইলে কৃষ্ণকীর্তন- বাদ্যকে ‘মঙ্গলচণ্ডীর গানে মনে করিয়া তাহাদের ন্যায় তামস-ভজনের আনুষ্ঠানিক সম্পূর্ণতার পূর্ণাঙ্গসিদ্ধির প্রশ্ন করিল। দস্যুদ্বয় বলিল,—“মঙ্গলচণ্ডীর গানের যতপ্রকার দ্রব্য লাগে, তাহারা সব যোগাড় করিয়া দিবে।’’