হে গৌরচন্দ্র! যাঁহারা তোমার সঙ্গসুখ লাভ করিয়াছেন এবং তোমার সেবা করিয়া ধন্য হইয়াছেন, সেই বৈষ্ণবমণ্ডলীর পাদপদ্মে আমার নমস্কার ।৩১২॥
ইতি শ্রীচৈতন্যভাগবতে মধ্যখণ্ডে মহামহাপ্রকাশ-বর্ণনং নাম দশমোঽধ্যায়ঃ।