বিষ্ণুভক্ত, বিরক্ত, শৈশবে বৃদ্ধরীত।
মাধব মিশ্রের কুলনন্দন-উচিত ॥
শৈশবে বৃদ্ধরীত—বালকের স্বভাবে ক্রীড়াসক্তি এবং বৃদ্ধের স্বভাবে অভিজ্ঞতা জনিত চিন্তা-স্রোত। গদাধর পণ্ডিত গোস্বামী বয়ঃকনিষ্ঠ হইলেও বাল্যাবধি বৃদ্ধ ও পৌঢ়ের ন্যায় সমীচীন চিন্তাযুক্ত ছিলেন।