বিরহিণী রাধার ভাবে প্রভুর ধাবন :—
কাঁহা গেলে তোমা পাই, তুমি কহ,—তাঁহা যাই,’’এত কহি চলিলা ধাঞা ।স্বরূপ উঠি’ কোলে করি’, প্রভুরে আনিল ধরি’,নিজ স্থানে বসাইলা নিয়া ॥৬১॥