শ্ৰীমতীর কৃষ্ণপরতন্ত্রতা —
“মন মোর বাম-দীন, জল বিনা যেন মীন,
কৃষ্ণ বিনা ক্ষণে মরি’ যায়।
মধুর হাস্য বদনে, মন-নেত্র-রসায়নে,
কৃষ্ণতৃষ্ণা দ্বিগুণ বাড়ায় ॥৫৯॥
৫৯।বাম-দীন—বাম্যভাবপ্রযুক্ত দীন ; মন ও নেত্রের রসায়নস্বরূপ মধুরহাস্যবদনযুক্ত কৃষ্ণে দ্বিগুণ তৃষ্ণা বাড়ায়।