রাধাভাবের স্বভাব আন, কৃষ্ণে করায় ‘কাম’-জ্ঞান,
কাম-জ্ঞানে ত্রাস হৈল চিত্তে ।
কহে, যে জগৎ মারে, সে পশিল অন্তরে,
এই বৈরী না দেয় পাসরিতে ॥’’৫৭॥
৫৭।‘কৃষ্ণে করায় কামজ্ঞান’—কৃষ্ণকে কন্দর্পবোধ করায়।
৫৭।মারে—‘মার’ অর্থাৎ কামদেবরূপে পরাজয় করে।