নৈরাশ্যের আকাঙ্ক্ষা ও আদর :—
ক্ষণে মন স্থির হয়, তবে মনে বিচারয়,
বলিতে হইল ভাবোদগম।
পিঙ্গলার বচন-স্মৃতি, করাইল ভাব-মতি,
তাতে করে অর্থ নির্দ্ধারণ ॥৫৪॥
৫৪।পিঙ্গলার বচন-স্মৃতি,—পিঙ্গলা-বেশ্যা যে বলিয়াছিল, “আশা হি পরমং দুঃখং, নৈরাশ্যং পরমং সুখম্” সেই কথা স্মরণ করিয়া তাহাতে ভাবোদয় করাইয়া অর্থ নির্দ্ধারণ করিতে লাগিলেন।
৫৪। পিঙ্গলোপাখ্যান ;—ভাঃ ১১/৮/২২-৪৪ সংখ্যা এবং মহাভারতে শান্তিপর্ব্বান্তৰ্গত মোক্ষধৰ্ম্ম-পর্ব্বে ১৭৪ অঃ দ্রষ্টব্য ।