কৃষ্ণের বচন-মাধুৰ্যবৰ্ণন :—
সে শ্রীমুখ-ভাষিত, অমৃত হৈতে পরামৃত,
স্মিত কর্পূর তাহাতে মিশ্রিত ।
শব্দ, অর্থ,—দুই শক্তি, নানা রস করে ব্যক্তি,
প্রত্যক্ষর—নৰ্ম্ম-বিভূষিত ॥৪৪॥
৪৪।‘শব্দ, অর্থ, দুই শক্তি’–‘অভিধা’ ও ‘লক্ষণা’, এই দুই শব্দশক্তি ; তন্মধ্যে অর্থালঙ্কার প্রভৃতিই অর্থশক্তি।