বেণুনাদ অমৃত-ঘোলে, অমৃত-সমান মিঠা-বোলে,
অমৃত-সমান ভূষণ-শিঞ্জিত।
তিন অমৃতে হরে কাণ, হরে মন, হরে প্রাণ,
কেমনে নারী ধরিবেক চিত??’’৩৮॥
৩৮।শিঞ্জিত-ধ্বনি।
৩৮।ঘোলে—চলিত-কথায়, ‘ঘোল খাওয়ায়’ অর্থাৎ আচ্ছাদন বা পরাভব করে ; পাঠান্তরে ‘রোলে অর্থাৎ রবে, শব্দে ; পাঠান্তরে ‘উগারে’ উদ্গীরণ করে।